নিউজবাংলা: ১৪ আগস্ট, শুক্রবার:

ঢাকা: কাকার জন্য ব্রাজিল সমর্থকরা পথ চেয়ে ছিলেন আরো আগে থেকে। কিন্তু কেউ কথা শোনেননি। দেশটির বোর্ড তো নয়ই, তৎকালীন কোচরাও কাকার দিকে নজর দেননি।

মাঝে একবার দুঙ্গা স্মরণ করলেও, কয়েক মাস বাদে দল থেকে বাদ পড়েন তিনি। আবার দলে ডাক পেলেন এক সময়ের সম্ভাবনাময় এই খেলোয়াড়। যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্যে ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।

৫ সেপ্টেম্বর নিউ জার্সিতে কোস্টারিকার বিপক্ষে ও ৯ সেপ্টেম্বর ফক্সবরোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৪ বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর কাকাকে দলে ফিরিয়ে আনেন দুঙ্গা। আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন কাকা।  এরপর দল থেকে আবারও বাদ পড়েন ২০০৭ ফিফা বর্ষসেরা ফুটবলার।

ব্রাজিল দল :  ফরোয়ার্ড : রবের্তো ফিরমিনো, নেইমার, লুকাস মউরা, হাল্ক, দগলাস কস্তা।

মিডফিল্ডার : লুইস গুস্তাভো, ফের্নানদিনিয়ো, এলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা।

ডিফেন্ডার : দাভিদ লুইস, মারকুইনিয়োস, মিরান্দা, গাব্রিয়েল পাউলিস্তা, দানি আলভেস, ফিলিপে লুইস, দানিলো, দগলাস কস্তা।

গোলরক্ষক : জেফারসন, মার্সেলো গ্রোহে, আলিসন।

নিউজবাংলা/একে