বহু শ্রমযোগে নতুন পরিকল্পনায় সাফল্য তুলার আগ ২৩, ২০১৫ 0 নিউজ ডেস্ক নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার: মেষ: কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ও বদলির ইঙ্গিত। অকারণ বাদানুবাদে জড়িয়ে বিপত্তির আশঙ্কা। বৃষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং সেই সুবাদে বহুজাতিক সংস্থায় কাজের সুযোগ। পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। মিথুন: নতুন কর্মোদ্যমে সাফল্যের ইঙ্গিত। মাতৃকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। পরোপকারের স্বীকৃতি না-ও মিলতে পারে। কর্কট: কর্তাব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে জট কাটার সম্ভাবনা। শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দেওয়ার আগে আইনি পরামর্শ দরকার। সিংহ: ফের শেষ সময়ে পদোন্নতি পিছিয়ে যাওয়ার আশঙ্কা। প্রেমপ্রণয়ে সমস্যা মিটে যেতে পারে। বিভিন্ন শারীরিক সমস্যা বিব্রত করবে। কন্যা: বহু শ্রমযোগে কর্মক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি। বাহন ক্রয়ের জন্য পরিবারে সফল আলাপ-আলোচনা। অতিমানিতা থেকে একাকীত্ব বাড়বে। তুলা: বহু শ্রমযোগে নতুন পরিকল্পনায় সাফল্য। বেহিসেবি খরচের জেরে অর্থসঙ্কটে পড়ার আশঙ্কা। বৃশ্চিক: পরোপকারের চেষ্টায় বিড়ম্বনার আশঙ্কা। অপ্রিয় সত্য কথায় স্বজনবিরোধ। স্বল্প চেনা কোনও ব্যক্তির সহৃদয়তায় উপকৃত হতে পারেন। ধনু: কর্মকুশলতায় কর্মক্ষেত্রে উন্নতির বাধা কেটে যেতে পারে। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। মকর: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে একাধিক কাজের সুযোগ। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। কুম্ভ: স্বনিযুক্তি প্রকল্পে ভাগ্যবিড়ম্বনা থেকে মুক্তির হদিস। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও কাজকর্মে বাধা। সজ্জন-সান্নিধ্যে শান্তির হদিস। মীন: উচ্চশিক্ষা ও গবেষণার বাধা কেটে যেতে পারে। অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধি। নিউজবাংলা/একে Categories: জাতীয়,বিবিধ,বিশেষ