হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের দেওয়ান মাহবুব রাজা মাজারের পার্শবর্তি একটি দোকানের সামনে থেকে রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত অস্ত্রসহ আটক করেছে সদর থানার পুলিশের এস আই ওয়াহেদ গাজী ।
এসময় আরো ৩/৪ জন পালিয়ে যায়। আটকৃতরা হল বানিয়াচঙ্গ উপজেলার আমীরখানী এলাকার আলী হোসেনর ছেলে মোঃ জুয়েল (২০), একই এলাকার আলতাব মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ মিয়া(২১)। এসময় তাদের কাছ থেকে ১টি টিপ চাকু, ১টি বড় চাকু (চাপাতি)এবং ৩টি ক্রিকেট খেলার স্টাম্প উদ্ধার করা হয়।
এব্যাপারে এস আই ওয়াহেদ গাজীর সাথে কথা বললে তিনি জানান, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রাতে টহল দেওয়ার সময় তাদেরকে সন্দেহ হয়। এসময় পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে আটকৃতদের সাথে থাকা ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। তখন ঐ ২জনকে আটক করতে পারি।