নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

মো. রবিউল ইসলাম, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌরসভা শাখা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ভূঞাপুর বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে ভূঞাপুর পৌরসভা শ্রমিক দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এ. কেএম মনিরুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফর রহমান ভোলা, সাধারন সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা সরকার, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মোমরেজ খান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিমুজ্জামান সেলু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফরহাদুল ইসলাম ফরহাদ এবং উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মফিজুর রহমান খান। এসময় পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজবাংলা/একে