ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। সারাদেশের ৮৯টি কেন্দ্রে একযোগে সর্বমোট ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৩১ পরীক্ষার্থী অংশ নেবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৩১টি বিষয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তর শেষ করছেন। প্রতিদিন দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।