বরিশালপ্রতিনিধি: বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলসহ তিন জন নিহত হয়েছে।
এতে আহত হয়েছে আরো দুই জন। আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল জাহিদ হোসেন (৩৩) ও ব্যবসায়ী সিরাজ সর্দার (৬০) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহজাদা শরীফ (৪২)
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে এমকে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিরাজ সর্দারের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল জাহিদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাজাদা। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করে। অন্যান্য আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।