নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের পর দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মুসলিম নগর এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইউসুফ নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ইউসুফ ডাকাত দলের সরদার বলে ওসি দাবি করেন।

 

নিউজবাংলা/একে