ঢাকা: এবার হানিমুনে পত্নী মীরার সঙ্গে সেলফি তুলেছেন সদ্য বিবাহিত বলিউড অভিনেতা শহিদ কাপুর। আর সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম ওয়ালে।
ছবিতে একই রকম সাদা টি-শার্টে সেজেছেন নবদম্পতি শহিদ-মীরা।
মধুচন্দ্রিমার একান্ত নিজেদের দিনগুলি শহিদ-মীরা কাটাচ্ছেন লন্ডনে। গত ৭ই জুলাই দিল্লী নিবাসী মীরা রাজপুতকে বিয়ে করেন বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলার শহিদ কাপুর। তবে বিয়ের পরই ‘ঝলক দিখলাজা’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লে সেই সময় হানিমুনে যেতে পাড়েননি। তবে এখন সময় পেতেই হানিমুনটা সেরে ফেলতে উড়ে গেলেন লন্ডনে।
একান্ত কিছু মুহূর্ত কাটাবেন অভিনেতা। যদিও হনিমুন থেকে ফিরেই ফ্লোরে ঢুকবেন নায়ক। কারণ পরিচালক অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’এর কাজ এখনও শেষ হয়নি। তাই চুটিয়ে ছুটি উপভোগ করার পর ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’এর দরজায় কড়া নাড়বেন এই অভিনেতা।