নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:
ঢাকা: ঘুমের মধ্যে আপনার ক্লান্ত দেহ ও ক্ষতিগ্রস্ত কোষ তার মেরামত চালাতে থাকে। ক্লান্ত দেহ নিয়ে রাতে ঘুমানোর পর এবং ঘুম না আসলে সকালে আপনার চেহারার অবস্থা খারাপ হয়ে যায়। তখন ভারী মেকআপ ছাড়া এ চেহারা ঢেকে রাখার কোনো উপায় থাকে না।