নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

বিভাস কৃষ্ণ চৌধুরী:

টাঙ্গাইলের কালিহাতিতে ডাকাতের ছুরিকাঘাতে সাবেক এক সেনা সদস্য খুন হয়েছে। নিহতের নাম রজমান আলী (৫৫)।

তার বাড়ি উপজেলার ইছাপুর গ্রামে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে এক দল ডাকাত সাবেক সেনা সদস্য রমজান আলীর বাসার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতি শুরু করে। এ সময় গৃহকর্তা রমজান আলী ডাকাতদের বাঁধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। পরে ডাকাতরা একটি মোটরসাইকেলসহ নগদ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত রমজান আলীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর আজ রোববার ভোরে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরীফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজবাংলা/একে