নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুর: জেলা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষিপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করার দাবি করছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটকের নাম রাজিব শেখ (২৪)। সে লক্ষিপুর গ্রামের সুলতান শেখের ছেলে।

কোতোয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, রাতে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে টহল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার কলোনির পাশ থেকে তাকে আটক করে। পরে তার কাছে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজবাংলা/একে