নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

 

চাঁদপুর সংবাদদাতা:

চাঁদপুর শহরের রহমতপুর এলাকার ভূঁইয়া বাড়িতে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগমকে (৪৩) গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খুনের নেপথ্য কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কোহিনুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ৯০ নম্বর বাসার আবদুল মান্নান খানের স্ত্রী। রিপন, শিপন ও তানজিল নামে তিন ছেলে রয়েছে তার। স্বামী আবদুল মান্নান সৌদি প্রবাসী।

স্থানীয়রা জানান, ভূঁইয়া বাড়ির নয়ন বেগমের একতলা পাকা ভবনের একটি ফ্লাটে গলা কেটে লাশ একটি কক্ষের খাটের নিচে ফেলে রাখা হয়। তার মুখে চাদর মুড়িয়ে রাখা হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা) খুনের সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এনায়েত উদ্দিন পিপিএম খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে কোহিনুর খুন হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলা/একে