নিউজবাংলা ডেস্ক: ”তোমার জন্য মরতে পারি জীবণ বাজি ধরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা” প্রেমের জন্য সব সম্ভব এমনি অনেক ঘটনা আছে যা শুধু প্রেমের জন্য।
গল্প নয় সত্যিই এমনই এক ঘটনা ঘটেছে। প্রেমের জন্য প্রেমিকার বাড়িতে ৩ দিন ধরে অনাহারে গৃহবন্দি এক প্রেমিক। ধামরাইয়ে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ৩দিন ধরে গৃহবন্দি প্রেমিক। প্রেমিকে আটকিয়ে গত ৩দিন ধরে নির্যাতন করা হচ্ছে এবং এই ৩ দিন তাকে অনাহারেই রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার পর্যন্ত আটককৃত প্রেমিককে ওই বাড়ি থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, ধামরাইয়ের ঝাউবাধা গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে দেওনাই দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী মিলিয়া (১৫) সাথে ভালুম গ্রামের আলতাফ হোসেনের ছেলে সিফাত (১৬) মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। দীর্ঘ ৭ মাস মোবাইলে প্রেম করার পর গত মঙ্গলবার রাতে প্রেমিকার সাথে দেখা করতে যায় সিফাত। এ সময় পূর্বে থেকে উৎ পেতে থাকা মেয়ের বাবা আবুল কালামসহ কয়েকজন প্রেমিককে আটকিয়ে মারধর করে । পরে রাত ১২টার দিকে মেয়ের রুমে নিয়ে আটকিয়ে রেখে নির্যাতন চলে ছেলের উপর। আজ সকাল পর্যন্তও তাকে রুমে আটকিয়ে মানসিক নির্যাতন করেছে বলে সিফাত মোবাই ফোনে তার পরিবারকে জানান । প্রেমিকা মিলিয়া জানান, স্থানীয় জুয়েল নামে এক যুবক তাকে সিফাতের মোবাইল নাম্বারটি দেন। তারপর থেকেই সিফাতের সাথে মোবাইল ফোনেই তার কথা হয় এবং প্রেমের সর্ম্পক তৈরি হয়। এখন সে সিফাতকে বিয়ে করতে চান । সিফাতের বোন সোমা জানান, তার ভাইকে আটকিয়ে অনাহারে রেখে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। থানায় অভিযোগ করলে তার ভাইকে হত্যাকরা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে এতে তারা ভয়ে থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেনা। এদিকে মিলিয়ার বাবা আবুল কালাম সিফাতকে তার ঘরে আটকিয়ে রাখার কথা স্বীকার করলেও নির্যাতনের কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় ধামরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম জানান, কাউকেই কারো বাড়িতে আটকিয়ে রাখা যাবে না। এটা বড় ধরনের অপরাধ বলে জানান তিনি। আমি পুলিশকে বিষয়টি দেখার জন্য বলছি।