নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:
টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি, সেবনসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজা এ সাজা দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মো. আওলাদ হোসেনে ছেলে আরিফ হোসেনকে (৩৫) ৬ মাস, পৌর সদরের মৃত নারায়ণ কর্মকারের ছেলে শ্রী লক্ষণকে (৩৫) ১ বছর, মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রফিকুল ইসলামকে (৪৮) ৩ মাস, পৌর সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের মো. সেলিম বেপারীর ছেলে মো. সুমনকে(৩০) ৩ মাস ও জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের মো. নেওয়াজ খানের ছেলে রেজাউল খানকে (৩০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, সেবনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই)নাসির উদ্দিন, সহকারী উপপরিদর্শক(এএসআই) সিরাজুল ইসলাম ও বিশ্বজিতের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা তাদের এ সাজা দেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেলিম রেজার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।’

নিউজবাংলা/একে