নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:
জামালপুর: যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বয়ছিল।
যমুনার পানি বাড়ায় জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এবং চিকাজানি ইউনিয়নের ২৫টি গ্রামের ৩০ হাজারের বেশী মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়ি-ঘরে পানি উঠায় অনেকেই উচুঁ স্থানে আশ্রয় নিয়েছে। হঠাৎ বন্যার কারণে কাজ না থাকায় শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, আকস্মিক বন্যায় তার ইউনিয়নের বিস্তীর্ণ রোপা আমন পানিতে তলিয়ে গেছে। বন্যা দীর্ঘায়িত হলে এই অঞ্চলের কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানান, উজান থেকে নেমে আসা ঢলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি আরো ৩-৪ দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, বন্যার ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি আছে। বন্যাকবলিত এলাকা, দুর্গত মানুষ ও ফসল সম্পর্কে রিপোর্ট দিতে বন্যাকবলিত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্ট পেলে যথাসাধ্য সহায়তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন।