ঢাকা: সঠিক চিকিৎসার জন্য আপনার প্রয়োজন ডাক্তারকে স্বাস্থ্য বিষয়ে সব তথ্য দেয়া। চিকিৎসকের কাছে যদি তথ্য গোপন করেন তাহলে তা রোগ নির্ণয় ও সুচিকিৎসা ব্যাহত করবে। এতে ক্ষতি হবে বেশি আপনারই। আর আজকে পাঠকদের জন্য থাকছে তেমন কিছু তথ্যের কথা। যা ডাক্তারকে জানিয়ে দেয়া মঙ্গল।
আপনিভিটামিনওহারবালওষুধখাচ্ছেন
ভিটামিন সাপ্লিমেন্ট ও হারবাল ওষুধ আপাতদৃষ্টিতে ক্ষতিকর নয়। তবে আপনি যদি অন্য কোনো ওষুধের সঙ্গে এসব সাপ্লিমেন্ট খান তাহলে তা চিকিৎসককে জানিয়ে নিতে হবে। বিভিন্ন ওষুধ বা হারবাল সামগ্রী রয়েছে, যা অন্য ওষুধের সঙ্গে সেবন করা হলে সাংঘর্ষিক হতে পারে। তাই বিষয়টি চিকিৎসককে জানিয়ে নেয়া উচিত।
আপনিহতাশাগ্রস্ত
আপনার মন-মানসিকতা ভালো নেই। এ কারণে আপনার মানসিক সমস্যা হচ্ছে, এ বিষয়টি চিকিৎসককে জানানো প্রয়োজন। গোপন করার প্রশ্নই আসে না।
আপনারগুগলজ্ঞান
চিকিৎসকের পরামর্শের বাইরে আপনি গুগল থেকেও অনেক বিষয় জানতে পারেন। এ বিষয়টি চিকিৎসকরা সাধারণত পছন্দ করেন। তবে তাদের জানিয়ে দিতে হবে যে, আপনি গুগল থেকে কী জেনেছেন। অল্পবিদ্যা ভয়ংকর।
আর এক্ষেত্রে আপনি যদি সঠিক বিষয়টি অনুধাবন করতে না পারেন কিংবা নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য না পান সে জন্য বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। তাই আপনার গুগল জ্ঞান চিকিৎসককে জানিয়ে নিশ্চিত হতে হবে। অন্যথায় গুগলের জ্ঞান আপনার হিতে বিপরীত হতে পারে।
ভুলখাবারেশারীরিকঅনুশীলন
আপনি যদি পুষ্টিকর খাবার বাদ দিয়ে জাংক খাবার খান ও সেই সঙ্গে শারীরিক অনুশীলন করেন তাহলে তা শরীরের যথেষ্ট ক্ষতি করবে। এক্ষেত্রে একটা ফুড ডায়েরি সংরক্ষণ করা প্রয়োজন, যা দেখেই চিকিৎসক নির্ণয় করতে পারবেন মূল সমস্যাটি কোথায়।
আপনিওষুধবন্ধকরেছেন
চিকিৎসক কোনো ওষুধের পরামর্শ দিলে তা নিজের স্বার্থেই যথাযথভাবে পালন করা প্রয়োজন। আপনি যদি কোনো নিজ থেকেই ওষুধ বন্ধ করে দেন তাহলে তা চিকিৎসককে জানিয়ে দিবেন।
যৌনতায়সমস্যা
সাধারণত বিভিন্ন শারীরিক সমস্যার কথা চিকিৎসককে বললেও যৌনতার বিষয়টি বলা হয় না। সঠিক চিকিৎসার স্বার্থে আপনার যৌনতার বিষয়টিও চিকিৎসককে জানানো উচিত।
বহুবছরআগেরঅপারেশন
চিকিৎসক যদি আপনাকে পুরনো অপারেশনের কথা জিজ্ঞাসা করে তাহলে অনেক পুরনো অপারেশন হলেও তা জানানো উচিত। এক্ষেত্রে বিষয়টি গোপন রাখলে তা আপনার ক্ষতিই ডেকে আনতে পারে।