দিনাজপুর: দিনাজপুরের কাহরোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি বিষ্ণুমূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
রোববার বিকেল ৩টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার রাত ৯টার সময় কাহারোল উপজেলাধীন কাশিপুর বিষ্ণুমূতিটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, কাহারোল উপজেলাধীন কাশিপুর নামক স্থানে পাকা রাস্তার পাশে একটি চোরাকারবারী দল প্রত্ন পণ্য কষ্টি পাথর কেনাবেচার জন্য উপস্থিত হয়। এ সময় বিজিবির একটি দল সেখানে গিয়ে হাজির হলে চোরাকারবারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়।
বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। মূর্তিটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা ।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত প্রত্ন পণ্য (কষ্টি পাথর) এর বিষ্ণুমূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।