নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় স্কুল শিক্ষার্থীদের ওপর যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় আটক ৮ আসামিকে রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার দুপুরে চাঁদপুরের জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

চাঁদপুর কোর্ট পুলিশের উপ-পরিদর্শক বখতিয়ার ও কামাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে

জানান, কচুয়ায় স্কুল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক আসামি ফারুক, লিটন, মনির ও মোজাম্মেলকে দুদিন এবং অজি উল্লাহ, পপি আক্তার, আলাউদ্দিন ও সবুজের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়ে না পেয়ে স্থানীয় যুবলীগের কর্মী ফারুক, লিটন ও মনিরসহ একদল যুবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে মারধর করে।

এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা পরদিন বিক্ষোভের প্রস্তুতি নিলে বিদ্যালয়ের ভেতরে ঢুকে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়।

নিউজবাংলা/একে