নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
ঢাকা: একগ্লাস পানি আর দুই চামচ লবণের সাহায্যে টানা আটঘন্টা আলো দিতে পারে এমন একটি বাতি উদ্ভাবন করেছে ফিলিপাইনের একটি প্রতিষ্ঠান। এই বাতিকে বলা হচ্ছে ‘দ্যা সাসটেইনেবল অ্যালটারনেটিভ লাইটিং (এসএএলটি)। এই বাতিটি ইউএসবি পোর্টের মাধ্যমে স্মার্টফোনকে চার্জ দিতে সক্ষম।