কাজলের সঙ্গে গানের শ্যুটিং ম্যাজিকের মতো: শাহরুখ
নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
ঢাকা: রোহিত শেঠির হাত ধরে ফের বড় পর্দায় শিহরণ জাগাতে আসছে শাহরুখ-কাজল জুটি। শ্যুটিং চলাকালীনই শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’ বেশ কয়েকবার চলে এসেছে খবরের শিরোনামে।
এবার সেই ছবিরই এক গানের শ্যুটিং করতে আইসল্যান্ডে যান তারকা জুটি। শ্যুটিংয়ের পর বাদশার অনুভূতি কাজলের সঙ্গে কোনও গানের দৃশ্য শ্যুট করা ম্যাজিকের মতো। এক অনবদ্য অনুভূতি হয়, টুইটে জানিয়েছেন শাহরুখ।
টুইটারে শুধু কাজলের প্রশংসা করেননি, ‘দিলওয়ালে’র অন্য সহ-অভিনেতা ও বন্ধুদেরও ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। আইসল্যান্ডে যে পরিস্থিতিতে গানটির শ্যুটিং করেছেন তাঁরা, তার জন্যে কোরিওগ্রাফার ফারহা খানকেও ধন্যবাদ জানিয়েছেন বাদশা। রোহিত, ফারহা, করিম ও কাজলকে কৃতজ্ঞতা জানানোর সঙ্গে সঙ্গে তনু আন্টিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি বাদশা। কারণ শ্যুটিংয়ের সময় শাহরুখের হাঁটুর বিশেষ যত্ন নিতেন তিনি।
এরআগে ‘হ্যাপি নিউ ইয়ারে’র তারকা কাজলের মা তনুজার সঙ্গে একটি ছবি দেন শাহরুখ এবং লেখেন আমার বাবার অন্যতম প্রিয় অভিনেত্রী তিনি।
‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও কাজ করছেন বরুণ ধওয়ান, কীর্তি সানোন, বোমান ইরানি, বিনোদ খান্না, সঞ্জ মিশ্র এবং জনি লিভার। ডিসেম্বরের ১৮ তারিখ পর্দায় মুক্তি পাবে এই ছবি।
নিউজবাংলা/একে