নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের মেয়াদ উত্তীর্ণ ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সময়, স্থানসহ আনুষ্ঠানিক তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে।

এর আগে বুধবার মেয়াদ উত্তীর্ণ সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দাবি জানান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার তাদের উপস্থিতিতে সিনেটের মেয়াদ উত্তীর্ণ ৩৩জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন সিনেটের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি এবং ২০১৪ সালের পহেলা অক্টোবর একাডেমিক কাউন্সিলের ৬ জন শিক্ষক প্রতিনিধি এবং ডীনদের মেয়াদ শেষ হয়।

নিউজবাংলা/একে