শেলির তৃতীয় ওয়ার্ল্ড টাইটেল
নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:
ঢাকা: এই বেইজিং থেকেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উত্থান হয়েছিল জ্যামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইসের। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতার আগে শেলিকে কেউ চিনতই না।
বেইজিংয়ে প্রথম পাদপ্রদীপের আলোয় আসার পর আর পেছন ফিরে তাকাননি শেলি অ্যান ফ্রেজার প্রাইস। লন্ডন অলিম্পিকেও স্বর্ণ জিতেছেন। আর অ্যাথলেটিকসের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কেউ তো তার ধারেকাছেই আসতে পারেননি।
গতকাল বেইজিংয়ে মেয়েদের ১০০ মিটার ওয়ার্ল্ড টাইটেল জিতে আবার নিজেকে প্রমাণ করলেন_ তিনিই সেরা। এটা শেলির তৃতীয় ওয়ার্ল্ড টাইটেল। গতকাল ১০০ মিটার স্প্রিন্টে ১০.৭৬ সেকেন্ড সময় নেন শেলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাচ মেয়ে ডেফেন সিফার্স ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। মার্কিন মেয়ে টরি বোয়ি ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।
শেলি প্রথম ওয়ার্ল্ড টাইটেল জিতেছিলেন ২০০৯ সালে বার্লিনে। এরপর ২০১৩ সালের মস্কো ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ১০০ মিটারে সেরা হন এ জ্যামাইকান। বেটেখাটে উচ্চতার জন্য শেলিকে ডাকা হয় ‘পকেট রকেট’ নামে। ২৮ বছর বয়সী শেলি নিজের গৌরব আরও বাড়ানোর সুযোগ পাবেন পরের বছর রিও অলিম্পিকে। ২০০৮ সালে বেইজিংয়ে শুরু হওয়ার পর ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন শেলি। রিওতে চ্যাম্পিয়ন হলে ১০০ মিটারে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক করবেন তিনি। এবার বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জ্যামাইকান তারকা উসাইন বোল্ট।
নিউজবাংলা/একে