নিউজবাংলা: ২৬আগষ্ট, বুধবার:

ঢাকা: সিঙ্গাপুর গিয়েছিলেন ছেলের চিকিৎসা করাতে। সেখান থেকে ফিরেছেন মঙ্গলবার। বিশ্রাম না নিয়েই আজ অনুশীলনে নেমে পড়লেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

২২ আগস্ট দেশের শীর্ষস্থানীয় ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। ১৮ আগস্ট ছেলে সাহেল মোর্তুজাকে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার কারণে শুরুতে ক্যাম্পে যোগ দিতে দিতে পারেনি তিনি।

যদিও নভেম্বরের আগে প্রতিযোগিতামুলক ক্রিকেটে দেখা যাবে না মাশরাফিকে। কারণ তিনি অনেক দিন ধরেই লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন না। ২৫ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল। সেখানে দেখা যাবে মাশরাফিকে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে। ঐ সিরিজ দিয়েই নতুন বছর শুরু করবেন তিনি।

নিউজবাংলা/একে