প্রথমার্ধে গোলশুন্য সমতা
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
ঢাকা: প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের আসর বসেছে নেপালে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে মরিয়া বাংলাদেশ দলও। সেমিফাইনালের লড়াইয়ে ইতোমধ্যে ভারতের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের যুবারা।
আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। ফলে গোলশুন্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।
কাঠমান্ডুর এএনএফএ কমপ্লেক্সে সেমিফাইনালের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় পৌনে চারটায়। জয়ের জন্য দুই দলই খেলছে আক্রমণাত্মক খেলা। বাংলাদেশ খেলছে ৫-৪-১ ফরম্যাশনে। অন্যদিকে ভারত খেলছে ৪-৪-২ ফরম্যাশনে।
আক্রমণের শুরুটা করে ভারতই। ১৩ মিনিটে ভারতের লালরামের দুর্দান্ত শট প্রায় ফসকে যাচ্ছিল বাংলাদেশ গোলরক্ষক আনিসুরের হাত থেকে। তবে শেষ পর্যন্ত তালুবন্দী করতে পারেন তিনি।
১৭ মিনিটে গোলের মোক্ষম সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে রহমতের ক্রসে পা ছোয়াতে পারেনি মান্নাফ রাব্বি। সুবর্ণ গোলের সুযোগ হারায় বাংলাদেশ। এরপর অনেকক্ষণ ম্যাচে আধিপত্য রাখে বাংলাদেশ।
তবে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে ৩৭ মিনিটে আক্রমণে যায় ভারত। প্রশান্তের জোরালো শট ফিরে আসে পোস্টে লেগে। তবে তার আগেই অফসাইডের পতাকা তুলে ধরেন সহকারী রেফারি। এরপর প্রথমার্ধের শেষ পর্যন্ত উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোন দলই।
এ গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে আত্মঘাতি গোলে হেরে যায় সাইফুল বারীর শিষ্যরা (২-১)। ফলে রানার্স আপ হিসাবে সেমিতে নাম লেখায় বাংলাদেশ শিবির। অন্যদিকে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিতে উঠে এসেছে ভারত। দুটি ম্যাচে তারা দাপটের সঙ্গে হারিয়েছে মালদ্বীপ ও আফগানিস্তানকে।
ইতোমধ্যে প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। দিনের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিক নেপাল। নেপালের হয়ে অঞ্জন বিস্তা দুটি ও সুনীল একটি করে গোল করেছেন।
বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচে নেপালি দর্শকরা সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশকেই। আগামী ২৯ আগষ্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ দল: আনিসুর (গোলরক্ষক), রহমত, ইমন, টুটুল, মাশুক, রোহিত, শাহরিয়ার, মান্নাফ, ইব্রাহিম, বিশ্বনাথ ও শাকিল।
নিউজবাংলা/একে