জাবিতে মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন শুরু
নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস ২০১৫’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রধান অতিথি জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাতিসংঘে যোগ্য নেতৃত্বের ফলে অধিকার প্রতিষ্ঠা সহজ হয়। বিশ্ব কূটনীতিতে নিজের দেশের প্রভাব বিস্তার সম্ভব হয়। এ কারণে যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য ছাত্রজীবন থেকেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
উপাচার্য আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে ছাত্র-ছাত্রীদের সেই নেতৃত্বের গুণাবলী অর্জন করবে।
সংগঠনের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সাধারণ সম্পাদক রিয়াজুল করিম, জাতিসংঘের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মনিরুজ্জামান, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন প্রতিনিধি জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। সম্মেলনটি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
নিউজবাংলা/একে