নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
ঢাকা: সাইবার নিরাপত্তা ও জালিয়াতি রোধে করনীয় সর্ম্পকে জনগণকে অবহিত করতে গতকাল রাজধানীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে সেমিনারটির আয়োজন করে সিটিও ফোরাম বাংলাদেশ ও বিবিআইএম।

সেমিনারের বিষয় ছিল ‘ আইটি নিরাপত্তা এবং জালিয়াত সনাক্তকরণ: প্রেক্ষিত বাংলাদেশ। সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে ভিসা ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেট লিমিটেড।
বিগত কয়েক দশক ধরে অর্থ পরিশোধ সেবার মাধ্যম হিসেবে ‘ডিজিটাল পেমেন্ট’ বিশ্বজুড়ে সমাদৃত হয়ে আসছে। কিন্তু বিশ্বজুড়ে এই সেবা পদ্ধতির উন্নয়নরে ক্ষেত্রে এর নিরাপত্তার প্রশ্নটি মূল বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রেক্ষাপটে করণীয় বিষয় কী হতে পারে তা জানতেই মূলত এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এবং বিশেষ অতিথি ছিলেন বিআইবিএমের ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমদ চৌধুরী।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ রিস্ক অফিসার, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, ভিসা শিবকুমার শ্রীরমন।
সেমিনারে তপনকান্তি সরকারের সঞ্চালনায় একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিবকুমার শ্রীরমন, চিফ রিস্ক অফিসার ইন্ডিয়া ও সাউথ এশিয়া, ভিসা, এস এম মইনুদ্দিন চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, জনাব নওয়েদ ইকবাল, ভাইস-প্রেসিডেন্ট, সিটিও ফোরাম বাংলাদেশ, ড. ইজাজুল হক, হেড অব আইটি, কমার্সিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এবং মো. মাহবুবুর রহমান আলম, সহযোগী অধ্যাপক, বিআইবিএম।

নিউজবাংলা/একে