আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু
নিউজবাংলা: ০৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
বুধবার আমিরাত সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসের লেবার কাউন্সিলর আরমানুল্লাহ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ ফরহাদ, রাউজান থানার মুহাম্মদ ইলিয়াছ ও আক্তার হোসেন। নিহতদের মরদেহ আল আইন জিমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতরা হলেন, রাউজান উপজেলার আধার মানিক এলাকার মুহাম্মদ বেলাল ও মগদাই এলাকার মুহাম্মদ সাইফুল। তারা আল আইন আল জিমি হাসপাতালে চিকিৎসাধীন।
আরমানুল্লাহ চৌধুরি জানান, সকালে তারা কাজের উদ্দেশে আবুধাবী থেকে আল আইন যাচ্ছিলেন। পথে আল খাজনা এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের স্থাপনায় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
তিনি জানান, যথাযথ প্রক্রিয়া শেষে দ্রুত নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে। আহতরা যাতে ভাল চিকিৎসা পান সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজবাংলা/একে