নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:

ঢাকা: জেলা জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিতে কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার সকালে কুমিল্লার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। বিকেলে তিনি কুমিল্লা থেকে ঢাকায় ফিরবেন।

এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিতে স্যার যাচ্ছেন। বিকেলেই ফিরবেন।’

নিউজবাংলা/একে