ঢাকা: লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ নির্বাচন কমিশন এ ব্যাপারে গেজেট প্রকাশ করেছে।সম্প্রতি টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করেন।
গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লতিফ সিদ্দিকীর পদত্যাগের বিষয়টি সংসদকে অবিহত করেন।
সংবিধানের ৬৭-এর ২ ধারা অনুযায়ী লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করা হয়। এ ব্যাপারে প্রকাশিত গেজেট নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। এর পরই আজ নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণ করে গেজেট প্রকাশ করলো।