এবারও পাঁচ দল নিয়ে এশিয়া কাপ
নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: ঢাকাতে অনুষ্ঠিত গত এশিয়া কাপে অংশ নিয়েছিল পাঁচ দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকার সঙ্গে পঞ্চম দেশ হিসেবে অংশ নিয়েছিল আফগানিস্তান।আগামী বছর খুব সম্ভবত ভারতে বসবে এশিয়া কাপের পরবর্তী আসর।
সেখানেও অংশ নিবে পাঁচ দল। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাকি দলটি করা এখনও তা চূড়ান্ত হয়নি।
আসছে নভেম্বরের শেষ দিকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের পঞ্চম দল ঠিক করতে হংকং, আফগানিস্তান ও ওমানকে নিয়ে হবে বাছাইপর্ব ।বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল এশিয়ার চার দেশের সঙ্গে যোগ হয়ে ২০১৬ এশিয়া কাপে অংশ নিবে।
এবার এশিয়া কাপ হবে ২০ ওভারের ফরমেটে। এশিয়া কাপের কিছুদিন পর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।এ কারণেই এশিয়া কাপ ২০ ওভারের করা হয়েছে।
নিউজবাংলা/একে