ঢাকা: হত্যাচেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন পেয়েছেন।
গুলশান থানার ওই মামলায় রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
এর আগে ধানমন্ডি এলাকা থেকে গত শনিবার সকালে ওয়ারেন্টমূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ওইদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রবিবার জামিন আবেদনের শুনানি দিন ঠিক করেন।
২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।