নিউজবাংলা: ০৫ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: সমালোচকদের জবাব দিতে মাত্র ১০ মিনিট সময় নিলেন লিওনেল মেসি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে আর্জেন্টিনাকে বড় জয় এনে দিলেন মেসি।

মেসি, এজিকুয়েল লাভেজ্জি ও সার্জিও আগুয়েরোর জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে জেরার্ডো মার্টিনোর দল।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাস্টনের বিবিভিএ কম্পাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যকার ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ভোর ছয়টায়। মেসি, আগুয়েরো ও লাভেজ্জির জোড়া গোলেরর পাশাপাশি অভিষিক্ত অ্যাঞ্জেল কোরেনা দলের হয়ে অন্য গোলটি করেন।
এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মেসি-আগুয়েরোর দল। তবে প্রথমার্ধে মেসি মাঠে ছিলেন না। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করেন এজিকুয়েল লাভেজ্জি। দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এবার গোলদাতা আগুয়েরো। বিরতির চার মিনিট আগে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান লাভেজ্জি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন মেসিকে দেখার জন্য দর্শকদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মেসিকে না নামিয়ে দর্শকদের অপেক্ষা বাড়ান মার্টিনো। কিন্তু গোলসংখ্যা বাড়াতে বেশি সময় নেননি আলবিসেলেস্তেরা। ৫৯তম মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো।
৬৫তম মিনিটে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। নিকোলাস গাইতানের বদলি হিসেবে মেসিকে মাঠে নামান জেরার্ডো মার্টিনো। মাঠে নেমেই সমালোচকদের জবাব দিতে মাত্র ১০ মিনিট সময় নেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ৬৫ থেকে ৭৫ এই ১০ মিনিটের মধ্যে দু’দুটি গোল করে নিজের জাদুকরি পারফরম্যান্স অব্যাহত রাখেন তিনি। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে আর্জেন্টিনার হয়ে সপ্তম ও শেষ গোলটি করেন অভিষিক্ত অ্যাঞ্জেল কোরেনা।

নিউজবাংলা/একে