ইংল্যান্ডকে ১৪ রানে হারালো বাংলাদেশ
নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:
ঢাকা: ৫ জাতি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় দুই দল।
বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের ব্যাটসম্যানরা ইংল্যান্ড প্রতিবন্ধী ক্রিকেট দলকে জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।
এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড তিন রানের মাথায় এক উইকেট হারায়। এরপর শক্ত ভিতের অভাবে ১৪ রান আগে গুটিয়ে যায় ইংলিশরা।
বাংলাদেশ টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে।অপূর্ব কুমার পাল সর্বোচ্চ ২২ রান করেন। এ ছাড়া দলের অধিনায়ক আলম খান ১৯ ও নুরুজ্জামান ১৪ রান করেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ফিন সর্বোচ্চ ২টি এবং ড্যানিয়েল হাম, রেইনল্ডো, ব্রিহেজ, হামমন্ড প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
নিউজবাংলা/একে