নিউজবাংলা: ০৪ সেপ্টেম্বর, শুক্রবার:

ঢাকা: মাঠে যখন খেলা হয়, তখন গ্যালারি থেকে খেলোয়াড়দের চিনতে বেশ কষ্ট হয়। ধারাভাষ্যকার, সাংবাদিকদেরও কখনো কখনো এই ঝামেলায় পড়তে হয়।

ঝামেলা এড়াতে ম্যাচের আগে সাংবাদিকদের কাছে খেলোয়াড়দের নামের তালিকা সরবরাহ করা হয়। যেখানে জার্সি নম্বর অনুযায়ী নাম দেয়া থাকে।

এই তালিকাটি সাংবাদিকদের হাতে পৌঁছালেও দর্শকদের হাতে থাকে না। তাই জার্সির পেছনে নাম না থাকলে, তাদের বোঝার উপায় থাকে না কে গোল করল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি এমনই। কারো নাম লেখা নেই।

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দ্য সিডনি মর্নিং হেরাল্ডের সিনিয়র ফুটবল প্রতিবেদক। বাংলাদেশকে খোঁচা দিতেও ভোলেননি তিনি, ‘বিশ্বের ১৭৩ নম্বর দলের কাছ থেকে আপনারা আর কীইবা আশা করেছিলেন? ওদের তো লাল-সবুজ জার্সিতে নাম পর্যন্ত ছিল না। এ ব্যাপারে কোনো অফিসিয়াল ব্যবস্থা কিংবা তথ্য সাহায্যও ছিল না। ফলে দর্শকদের বোঝা দুঃসাধ্য ছিল কোন খেলোয়াড়ের কী নাম।’ সেই সাংবাদিক প্রশ্ন তুলেছে, ‘এটা কি বিশ্বকাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল না?’

নিউজবাংলা/একে