রানা প্লাজা’র পক্ষে সুপ্রিম কোর্টের রায়, প্রদর্শনে আর বাধা নেই
নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: চলতি মাসের ৪ তারিখ সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে নজরুল ইসলাম খান নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটি মুক্তির উপর নিষেধাজ্ঞা দেন আদালত। এবার আদালতের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ছবিটি মুক্তিতে আর কোন বাধা থাকলো না।
রবিবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বে এই রায় দেন।
এর আগে গত ২৪ আগস্ট মুক্তির দুই সপ্তাহ আগে ছবিটি মুক্তির উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এরপর ২৬ আগস্ট ছবিটির প্রযোজক শামীম আক্তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ আজ (৬ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘শুনানির ১০ মিনিটের মধ্যেই আমারা রায় পেয়ে যাই। আদালত আমাদের আমাদের উপর যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় মনে করেছেন বিধায় আমাদের পক্ষে রায় দিয়েছেন’।
পরবর্তী মুক্তির তারিখ ঠিক করেছেন কি না? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দুইদিন আগে আমাদের নির্ধারিত মুক্তির তারিখটি চলে গেল। এছাড়া সামনে ঈদে চলে এসেছে। তাই এখন একটু ভেবে ভালো দিন দেখে পুনরায় মুক্তির তারিখ ঠিক করবো’।
২০১৩ সালে সাভারে ‘রানা প্লাজা’ ধ্বসের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি প্রথমে সেন্সর বোর্ড আটকে রাখে। এরপর সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী ছবির বেশ কিছু অংশ কর্তন করা হলে শর্ত সাপেক্ষে সেন্সর বোর্ড ছবিটি ছাড়পত্র পায়।
ছবিটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সাইমন ও পরীমনি ।
নিউজবাংলা/একে