নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:

বরিশাল :ঔষধী গাছ বেশী করে লাগানোর উপর গুরুত্বারোপ করতে বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি পরিচালিত পদ্মা বহুমুখী সমবায় সমিতি লি: এর কার্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ।

গতকাল দুপুরে উপজেলার বাকাল গ্রামের ওই কার্যালয়ে গিয়ে তিনি কঁচিকাঁচা শিশুদের ছড়া ও আবৃত্তি শোনেন। পরে নির্বাহী অফিসার ঔষধী গাছের গুরুত্ব ও জনজীবনে এর ব্যবহার সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করেন। এসময় সমিতির অফিস চত্বরে তিনি ঔষধী গাছ নিমের চারা রোপণ করেন। অন্যান্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন পদ্মা বহুমুখী সমবায় সমিতির সভানেত্রী অনিতা পাল, ওয়ার্ল্ডভিশন খুলনা রিজিওনাল অফিসের এডুকেশন কো-অর্ডিনেটর ইমতিয়াজ শামীম চৌধুরী, হেলথ কো-অর্ডিনেটর ডা. শংকর কুমার সাহা, আগৈলঝাড়া এডিপি ম্যানেজার রবার্টসন সরকার, মনিটরিং অফিসার সুনীল বাড়ৈ প্রমুখ।

নিউজবাংলা/একে