নিউজবাংলা: ০৬ সেপ্টেম্বর, রবিবার:

শাবিব হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি বাইপাস গরুর হাটে হোটেলের খাবার খাওয়ায় অন্তত ২৫ ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েছেন। আজ সকাল সাড়ে পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান হয়ে পড়া ৭ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিটি বািইপাশ গরুর হাটের জাফরের হোটেলের খাবার খাওয়া শেষে ওই গরু ব্যবসায়ীরা অজ্ঞান হয়ে পড়েন। তাদের কয়েকজনের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাসপুর গ্রামে। এ ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ওই হোটেলের মালিক জাফরের ছেলে ফয়সালসহ ৪ কর্মচারীকে আটক করেছে। তবে হোটেল মালিক জাফর পলাতক রয়েছে।অজ্ঞানের শিকার থেকে রক্ষা পাওয়া গরু ব্যবসায়ী লিটন জানান, সকাল ১০ টার পর থেকে সিটি বাইপাশ হাটে গরু কিনতে আসা ব্যবসায়ী ও ট্রাক চালক সহযোগী মিলে অন্তত ৪০ জন গরু ব্যবসায়ী বিভিন্ন সময়ে হাটের ভিতরে অবস্থিত জাফরের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খান। এর পর ওই হোটেল থেকে প্রত্যেককেই হাত ও মুখ মুছার জন্য টিস্যু দেওয়া হয়। ওই টিস্যুতে মুখ মুছার পরে একে একে অজ্ঞান হয়ে পড়তে থাকেন গরু ব্যবসায়ীসহ ট্রাক চালকরা। দিনে দুপুরে এ ঘটনার পরে হাটের অন্য ব্যবসায়ী ও ক্রেতারা অজ্ঞান হওয়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার পক্রিয়া শুরু করেন। ফলে কারো নিকট থেকে কোনো টাকা-পয়সা খোয়া জায়নি বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হোটেলের খাবার খেয়ে অন্তত ২৫ গরু ব্যবসায়ীসহ ট্রাক চালকা অজ্ঞান হয়ে পড়েছেন। তাদের মধ্যে যাদের নাম পাওয়া তৎক্ষণাত পাওয়া গেছে তারা হলেন, কামরুজ্জামান, সেলিম, ছিদ্দিক, আমজাদ হোসেন, হালিম, বেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, জুয়েল, হারুন, বেল্লাল উদ্দিন, ইকবাল হোসেন, খায়রুল ইসলাম, আব্দুর রশিদ, কালু, জজমিয়া, ও জাকারিয়া। দের মধ্যে ৭ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, ‘বেলাল উদ্দিন, ইকবাল হোসেন, খায়রুল ইসলাম, আব্দুর রশিদ, কালু, জজমিয়া। সিটি বাইপাশ গরুর হাটের ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘এভাবে কখনো গণহারে ব্যবসায়ীদের অজ্ঞান করার কথা শুনেনি। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে এ হাটে মানুষ আর আসতে চাইবে না।’নগর গোয়েন্দা পুলিশের ওসি জাহেদুর রহমান বলেন, ‘অন্তত ২৫ গরু ব্যবসায়ী অজ্ঞান হওয়ার ঘটনায় পুলিশ হোটেল মালিকের ছেলেসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, দোকান মালিকের ছেলে ফয়সাল হোসেন, কর্মচারী গিয়াস উদ্দিন, সোহরাব ও আব্দুল হালিম। তবে পলাতক রয়েছে হোটেল মালিক জাফর আলী।

নিউজবাংলা/একে