নিউজবাংলা- ১৮ সেপ্টেম্বর, শুক্রবার:

ঢাকা: চুল পড়া একটি কমন রোগ। নারী পুরুষ সকলেরই একই অভিযোগ, প্রতিদিন মাথা থেকে চুল পড়ে যাচ্ছে।

এভাবে পড়তে থাকলে টাক মাথা হতে আর বেশি দেরি নেই। তাই দেরি না করে এখনি এই সমস্যার সমাধান করা প্রয়োজন। চুল পড়া রোধে আপনি নিচের প্যাকটি বানিয়ে মাথায় লাগাতে পারেন।

১. একটি ডিম

২. এক চামচ মধু

৩. একটি পাকা কলা

৪. এক চামচ অলিভ অয়েল

উপরোক্ত উপাদানগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর উক্ত মিশ্রিত উপাদানসমূহ চুলে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

নিউজবাংলা/একে