নিউজবাংলা- ১৮ সেপ্টেম্বর, শুক্রবার:
মিজানপনা, রাজাপুর(ঝালকাঠী)থেকে:
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ও শুক্তাগড় বর্ডার এরিয়া কাঠীপাড়া এলাকায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মিস সাহারামনি (৫)।
বাড়ির পাশের রাস্তায় একটি ট্রাক ওই শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।শিশু সাহারামনি কাঠীপারা এলাকার প্রবাসী জাহাঙ্গীর খানের একমাত্র কন্যা ও কাঠীপারা জামে মসজিদের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষার ছাত্রী ।প্রত্যক্ষদর্শীরা জানান,শিশুটি তার মায়ের সাথে রাজাপুর গিয়াছিল, রাজাপুর থেকে টমটম যোগে বাড়ী ফেরায় টমটম থেকে লেমে টমটম গাড়ীর ড্রাইভার কে মা ভাড়ার টাকা দিতে ছিলো এদিকে শিশুটি রাস্তা পারাপার হতে গেলেই ট্রাক চালক পশ্চিম দিক থেকে এসেই শিশুটিকে চাপা দিয়ে মেরে ফেলে । দুর্ঘটনার পর এলাকাবাসী ওই ট্রাক চালককে আটক করে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস জানান, ঘাতক চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
নিউজবাংলা/একে
