নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
ঢাকা: দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ২০১৬ কোপা আমেরিকার বিশেষ আসর যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

এর মাধ্যমে গত কিছুদিন ধরে গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের আয়োজক স্বত্ত্ব নিয়ে যে গুজব উঠেছিল তার অবসান হলো।

গণমাধ্যমের দাবি ছিলো, ফিফার দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা যেহেতু মুখ্য ভূমিকা পালন করছে তাই হয়ত কোপা আমেরিকা অন্যত্র সরিয়ে নেয়া হতে পারে।

কোপা আমেরিকার শত বার্ষিকী উপলক্ষে আগামী বছরের জুলাইতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দশটি দল, উত্তর ও মধ্য আমেরিকার ও ক্যারিবিয়ান সংগঠন কনকাকাফ থেকে ছয়টি দল অংশ নিবে।

দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের সভাপতি হুয়ান অ্যাঞ্জেল নাপোত বলেছেন, যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকার আসর অনুষ্ঠানের ব্যাপারে গত আগস্টে সবাই যে একমত পোষণ করেছিল সেটা আমরা আরেকবার স্পষ্টভাবে বলতে চাই।

১৯১৬ সালে কোপা আমেরিকার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বের এটাই সবচেয়ে পুরনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রতি চার বছর অন্তর দক্ষিণ আমেরিকান দলগুলো নিয়ে কোপা আমেরিকা আয়োজিত হলেও আগামী বছর শত বার্ষিকী উপলক্ষে পুরো আমেরিকা জুড়ে দলগুলো এই টুর্নামেন্টে অংশ নিবে। যদিও গত মে মাসে দুর্নীতির অভিযোগে বর্তমান ও সাবেক মিলিয়ে নয়জন কর্মকর্তা অভিযুক্ত হওয়ায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে সংশয় দেখা দেয়।

কিন্তু কনকাকাফ প্রধান জানিয়েছেন, অনেকের মত এই টুর্নামেন্ট ঘিরে তারও দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ইতোমধ্যে এই বিষয়ে কাজ অনেকখানি এগিয়ে গেছে। এখন শুধুমাত্র টুর্নামেন্টের সুনাম ফিরিয়ে আনাই জরুরি। আগামী বৃহস্পতিবার কনকাকাফ ও দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে মেক্সিকো সিটিতে জড়ো হচ্ছেন বলে সূত্রে জানা গেছে।

নিউজবাংলা/একে