নিউজবাংলা- ১৮ সেপ্টেম্বর, শুক্রবার:

 সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও উপকর কমিশনারের কার্যালয়ে আয়কর মেলার শুভ উদ্বোধন হয়েছে।

আজ দুপুর ১২টায় ঠাকুরগাঁও উপকর কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী।

পরে উপ কর কমিশনারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, কর অঞ্চল রংপুরের কর কমিশনার অনিমেষ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, চেম্বারের সাবেক সভাপতি মাহমুহ হাসান রাজু প্রমুখ।

উল্লেখ্য, মেলায় সর্বমোট তিনটি ৭টি স্টল বসানো হয়েছে এবং মেলাটি তিনদিন চলবে।

 

নিউজবাংলা/একে