নিউজবাংলা- ১৮ সেপ্টেম্বর, শুক্রবার:

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষে ঘটনাস্থলে ফারুক হোসেন (৩৫) নামের এক পথচারী নিহত ও কমপক্ষে ২৫ গুলিবিদ্ধ হয়।

পরে হাসপাতালে নেয়ার পথে কবির মিয়া ৩২ নামের অপর আহত পথচারী মারা যায়। নিহত ফারুক হোসেন কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের সামু শেখের ছেলে। কবির ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের আলহাজ মিয়ার ছেলে। পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অজ্ঞাত অপর জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধর্ষকের বিচার চেয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ বের করে ঘাটাইল ও কালিহাতী উপজেলার বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছুড়লে চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে। সংঘর্ষের বিষয় জানতে কালিহাতী থানার ওসিকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজবাংলা/একে