নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

 

মেষ: বিষয়সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যাওয়ার ইঙ্গিত। উপরওয়ালার সমর্থনে বেয়াড়া সহকর্মীদের মোকাবিলা।

বৃষ: কর্মে পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। অহেতুক অর্থব্যয় সমস্যায় ফেলবে।

মিথুন: বক্তা হিসেবে সভা-সমিতিতে শ্রোতাদের মন জয়। ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা।

কর্কট: কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হতে পারে। অকারণ উত্তেজনায় নিজেরই ক্ষতি বাড়বে।

সিংহ: নিজের প্রতিভা ও পরিশ্রমে কর্মে সাফল্য। মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা।

কন্যা: কর্মে অভিনবত্বের স্বীকৃতি জুটতে পারে। বাইরের কাউকে ঘিরে পারিবারিক শান্তি ব্যাহত।

তুলা: বন্ধুর অনৈতিক কাজের জন্য সম্পর্কের অবনতি। কর্মক্ষেত্রে জটিলতা এড়াতে বিকল্প কাজের সন্ধানে আশার আলো। যানবাহন কেনার পরিকল্পনা স্থগিত রাখাই ভাল।

বৃশ্চিক: অন্যায়ের প্রতিবাদ করে প্রশংসা পেতে পারেন। মানসিক ক্ষমতায় বিপদ কাটিয়ে অগ্রগতি। প্রিয়জনের শারীরিক অবস্থার অবনতিতে বহু ব্যয় এবং কাজে বাধা।

ধনু: একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুযোগ। ব্যয়বাহুল্যের জেরে ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে।

মকর: পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধে মনঃকষ্ট। কর্মে আশাতীত সাফল্যের যোগ।

কুম্ভ: প্রিয়জনের কাছ থেকে মর্মঘাতী আঘাতের আশঙ্কা। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে না-পেরে আত্মগ্লানি।

মীন: বিষয়সম্পত্তি নিয়ে আইনি সমস্যার সমাধানের আশা। পরোপকারে ঝাঁপিয়ে স্বীকৃতি না-ও মিলতে পারে। বন্ধুর অপকর্মের জন্য সম্পর্কচ্ছেদের আশঙ্কা।

নিউজবাংলা/একে