নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

ঢাকা: রাজধানীর শাহআলী এলাকা থেকে দুই অস্ত্র চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ সময়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি শুটারগান, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম-পরিচয় আপাতত জানা যায়নি।

এর আগেও তারা ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের জালস্ট্যাম্প  সহ তিনবার রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছিল বলে ডিবি পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে শনিবার বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

নিউজবাংলা/একে