নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:
খুলনা: ডাকাতিতে বাধা দেওয়ায় বৃদ্ধ পিতা ইলিয়াস হোসেন (৭০) ও তার বিবাহিত মেয়ে পারভীন সুলতানাকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরা থানা এলাকার মোহাম্মদনগর-সংলগ্ন বুড়ো মৌলবীর দরগা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ডাকাতরা কী পরিমাণ মালামাল বা অর্থ লুট করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন রাতে জানান, একদল সংঘবদ্ধ ডাকাত বৃদ্ধ ইলিয়াস হোসেনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার করলে তারা প্রথমে তাকে এবং পরে তার কন্যা পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরের মালামাল ও আসবাব তছনছ করা হয়েছে। তবে ডাকাতরা কী পরিমাণ মালামাল বা অর্থ লুট করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
লবণচরা থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আলামত সংগ্রহ করছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি শুধু ডাকাতি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ডাকাতদের হাতে জোড়া হত্যার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
