নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

বিশ্বনাথ(সিলেট )প্রতিনিধি:

সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।

সমভাবে দেশের বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে। শেখ হাসিনার সততা ও নিষ্ঠার কাছে আজ দেশে-বিদেশে থাকা সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র পরাজিত হয়েছে। আর তাই দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ। গতকাল শুক্রবার সিলেটের বিশ্বনাথে উপজেলার কালীজুড়ী গ্রামে প্রায় ৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

দেওকলস ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আপ্তাবউদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, পল্লী বিদ্যু সমিতি বিশ্বনাথ শাখার এজিএমকম মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক শফিকউদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, সদস্য সায়েদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাহেদ আহমদ।

বিদ্যুতায়নের উদ্বোধন শেষে উপজেলা কালীগঞ্জবাজারে বার্মিংহাম আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হোসাইন আহমদ কর্তৃক প্রদান করা ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের’ কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি।

নিউজবাংলা/একে