বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:
বিশ্বনাথ( সিলেট )প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ধর্মীয় অনুশাষন মেনে ধর্ম পালন করলে কোন মানুষ কখনই অপরাধী হতে পারে না। সমাজে অসুর শক্তি বৃদ্ধি ফেলে অপরাধ বেড়ে যায়। তাই আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদা অসুরদেরকে দমন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ধর্ম-বর্ন নির্বিশেষে।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন দে। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবু ও শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ মালাকার। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন জয়ন্ত আচার্য্য।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিশিকান্ত পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্যরে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম কমিটির সদস্য অ্যাডভোকেট অসিত ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক প্রদীপ দে, অরুণ দেব নাথ সাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, বিশ্বনাথ সদর ইউপির সাবেক মেম্বার বিমল চন্দ্র দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক অজিত কুমার পাল, কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বিভাংশু গোস্বামী বাপ্পা।
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুনীল কান্তি দে, যুগ্ম সম্পাদক শংকর দাশ শংকু, আইন সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু, বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষে শশাংঙ্ক বৈদ্য, নকুল বর্ধন, নন্দ বৈদ্য, অজিত দাস, দিপুল দেবনাথ, রিপন দাস, শুভরাজ চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, কৃষক লীগ নেতা ছগির আলী, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহীন, দবির মিয়া, ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, মিয়াদ আহমদ প্রমুখ।
নিউজবাংলা/একে