হবিগঞ্জে এক মহিলার রহস্যজনক মৃত্যু
নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া গ্রামে রাজন বেগম (২৫) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইদু মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে।
গত ৩ বছর পূর্বে সদর গ্রামের হিরা মিয়ার মেয়ে রাজন বেগমের। নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই শুরু হয় যৌতুকের নির্যাতন।
নিহত পরিবার সূত্র জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮ টায় ওই মালয়সিয়া প্রবাসী ইদু মিয়ার স্ত্রী রাজন বেগম তার বসতঘরে সকলের অগোচরে বিষপান করে। পরে বাড়ির লোকজন তাকে বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় সদর হাসপাতালে তার মৃত্যুর সংবাদ শুনে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
এদিকে, নিহত রাজন বেগমের বড় বোন আলা বানু জানান, তাকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তিান আরো বলেন, শাশুরী নেহার চান,দেবর শাহিদ মিয়া, লাল মিয়া তারা সবাই পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে।
নিহতের পিতা হিরা মিয়া জানান, ওরা আমার মেয়েকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করত। গত কিছুদিন পূর্বে আমি জমি বিক্রি করে ৩ লক্ষ টাকা তাদেরকে দেই। তার পরও তার আমার মেয়েকে মাইরা লাইল।
নিউজবাংলা/একে