নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতিতে এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারি চলছে।

এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন জানান, এ ঘটনায় প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এরপর তদন্ত কমিটি গঠন করা হবে। নিহত প্রত্যেকটি পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৬ টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কালিহাতী থানা ঘেরাওয়ের উদ্দেশ্যে কলেজগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাকবিতন্ডা হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়তে থাকে পরে পুলিশ তাদের উপর গুলি চালায় । এতে বিক্ষোভকারীদের মধ্যে ৭ জন গুলিবিদ্ধ সহ ২৫ জন আহত হয়। এদের মধ্যে তিনজন নিহত হয়। এ ঘটনায় পুলিশের ৩সদস্য আহত হয়।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে কালিহাতী পৌর এলাকার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম রোমা তার স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে ঘাটাইলের আঠারদানা গ্রামের এক শ্রমজীবী ছেলে ও তার মাকে কৌশলে ডেকে এনে বাড়ির উঠানে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে রোমার ভগ্নিপতি হাফিজ উদ্দিনের অপতৎপরতায় ওই মা-ছেলেকে ঘরে আবদ্ধ করে শ্লীতাহানি করা হয়।

নিউজবাংলা/একে