বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত আরও এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মোবারক (৩৫)। তিনি ভাতুরিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতালে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, শনিবার রাত ১১টায় লাশ দেওয়ার কথা ছিল। বিজিবি ও হরিপুর থানা পুলিশ সীমান্তের এপারে লাশ গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু ভারতে লাশের ময়নাতদন্তে দেরি হওয়ায় হস্তান্তর হয়নি। আজ রবিবার বিকালে লাশ হস্তান্তরের কথা রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে চাঁপসা সীমান্তের ৩৪৬ পিলার এলাকার ওপারে গরু আনতে যান মইনুল ও মোবারক নামের বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী। এ সময় ২২ বিএসএফ ব্যাটালিয়নের কামারহাট ক্যাম্পের জওয়ানরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁরা দুজন আহত হন।
আহত দুজনের মধ্যে মোবারককে আটক করে ভারতের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে বিএসএফ। আর গুলিবিদ্ধ অবস্থায় মইনুল ওই দিনই পালিয়ে বাড়ি ফিরে এলে স্বজনরা তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মইনুলের মত্যু হয়।
নিউজবাংলা/একে